৩ স্টাফ করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন
লক্ষ্মীপুরে মিলেনিয়াম হাসপতালে ৩ জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটি শনিবার (৯ মে) দুপুরে লকডাউন করে দিয়েছে প্রশাসন।
সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার জানান, হাসপাতালটি জীবাণুমুক্ত করতে আপাতত লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে আট জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের ছয় জনের বাড়ি সদর উপজেলায় আর দু’জনের বাড়ি রামগতি উপজেলায়। এছাড়া সদরে একজন নতুন রোগী ঢাকা থেকে আসা। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ জন।
নিউজবাংলাদেশ.কম/ডি