News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৫, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ১৩ মে ২০২০

চট্টগ্রামে করোনা পরীক্ষায় তৃতীয় ল্যাব চালু

চট্টগ্রামে করোনা পরীক্ষায় তৃতীয় ল্যাব চালু

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবের পর এবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ল্যাব চালু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ল্যাবের উদ্বোধন করেন। এ নিয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৃতীয় ল্যাব চালু হলো।

শুরুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর গত সপ্তাহে সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়।

চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে প্রতিদিন প্রায় ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। তিনি বলেন, প্রথম দিন হিসেবে মাত্র কয়েকটি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের নমুনা পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। প্রতিদিন আমরা ১০০টির মতো পরীক্ষা করতে পারবো।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে চমেকের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রামে নমুনা জট কমাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে একটি পিসিআর মেশিন ধার দেওয়া হয় চমেককে। সিভাসুর পিসিআর মেশিন দিয়ে চমেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়