News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ৯ মে ২০২০
আপডেট: ০৪:৩০, ১২ মে ২০২০

চাঁদপুরে ৫ পুলিশ সহ আরও ১২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ৫ পুলিশ সহ আরও ১২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে পাঁচজন পুলিশ সদস্য, এক ইউনিয়ন পরিষদ সচিবসহ আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত হলো ৪৬ জন। এর মধ্যে মারা গেছে ৪ জন। সুস্থ হয়েছে ১১ জন। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ আজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মোট ১৫১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ১৩৯ জনের রিপোর্ট নেগেটিভ।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, একজন ইউপি সচিব ও একজন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন।

এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮ জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে চারজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল। তারাও চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। অর্থাৎ মডেল থানার পাঁচজন এসআই ও তিনজন কনস্টেবল এখন করোনায় আক্রান্ত।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১২ জন।

তবে ইউএনওকে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়