ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ফরিদপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
তারা হলেন- সিঅ্যান্ডবি ঘাট এলাকার সুজন বেপারী (২৮), ক্ষিতিশ বিশ্বাসের ডাঙ্গি গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে বাবু খাঁ (৫০) ও পালডাঙ্গি গ্রামের জয়নাল শেখের ছেলে রিপন শেখ (২৭)।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট, পালডাঙ্গি ও ক্ষিতিশ বিশ্বাসের ডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু গণমাধ্যমকে বলেন, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তারা সিঅ্যান্ডবি ঘাটে নৌকা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা গণমাধ্যমকে বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ