করোনায় দুদকের প্রধান সহকারীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, দুদকের প্রধান সহকারী কিছুদিন আগে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
৭ মে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ