News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ৯ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ১২ মে ২০২০

লক্ষ্মীপুরে ট্রলারের যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

লক্ষ্মীপুরে ট্রলারের যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাটের মেঘনা নদীতে একটি ট্রলার আটকে শনিবার ভোরে একই পরিবারের ১১ জনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, তাদের আটকে রেখে মারধর করা হয় এবং অপহরণকারীরা তাদের কাছে মুক্তিপন দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেয়া হলেও আরও ১০ হাজার টাকা না দেয়ায় লামিয়া নামের এক শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে তারা।

এসময় জিম্মি হওয়া যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায় এবং খবর পেয়ে টহলরত নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

নৌ-পুলিশের ইনচার্জ অচিন্ত কুমার দে বলেন, টহলরত অবস্থায় খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। তবে দুস্কৃতিকারীদের আটক করতে পারিনি।

ভুক্তভোগীদের অভিযোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলন, অপহরণকারীরা সাতজন ছিল। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়