News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ৯ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ১২ মে ২০২০

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষোভ ভাংচুর

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষোভ ভাংচুর

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় ত্রাণের দাবিতে শনিবার গাছের গুড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওই ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে বিক্ষুব্ধরা ইউএনওর গাড়ি ভাংচুর করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের পরিচয়পত্রের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। এর ফলে পরিবার পরিজন নিয়ে না খেতে পেরে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

তবে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল বলছেন, সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরেও মহিলা সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এ অবরোধ করেছে।

সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জানার পর জনগণের সাথে কথা বলতে গেলে তারা আমার ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়