News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৯, ৮ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ৯ মে ২০২০

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোরের অভয়নগরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিতে তিনি মারা পড়েন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মারুফ মোল্লা (২৬) যশোরের নওয়াপাড়া শহরের বুইকরা ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার ছেলে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম রাতে বলেন, “সম্প্রতি তিনি মাদকের কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন বলে শোনা যাচ্ছে।

“আমি যতটা শুনেছি, র‌্যাব-৬ খুলনার একটি টিম এসেছিল। পরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।”

ওসি জানান, খবর পেয়ে অভয়নগর থানার একটি টিম ইফতারের পর ওই বিলের মধ্যের রাস্তা থেকে মারুফের লাশ নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

থানার এসআই আতাউর রহমান বলেন, “নিহত যুবকের বুকের নিচ ও ঘাড়ে দুই রাউন্ড গুলি ঢুকেছে।”

র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ফিরোজ জানিয়েছেন, অভয়নগরের ওই স্থানে ‘মাদকের ডিলিংস হচ্ছে’ বলে জানতে পেরে তাদের একটি টিম সেখানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা জবাব দিলে একজন গুলিবিদ্ধ হয়; অন্যরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে উল্লেখ করে এই র‌্যাব অধিনায়ক বলেন, ঘটনার সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জানান, সন্ধ্যার পর মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে পুলিশ। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়