নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে।
মৃত রাজ্জাক ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সারাদিন রোদে ধান শুকিয়ে সন্ধ্যায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। এ সময় বাড়ির পাশে একটি গাছের সাথে জড়ানো তারে কাপড় রাখতে যান তিনি।
গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সাথে সংযুক্ত ছিল। এতে রাজ্জাকের হাত ওই তারে লাগলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে ছাত্রলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি