News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ৯ মে ২০২০

চাঁদপুরে ৩ পুলিশ ও ২ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

চাঁদপুরে ৩ পুলিশ ও ২ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুলিশ ও দুজন স্বাস্থ্যকর্মী।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আজ ৯২টি নমুনা পরীক্ষার ফলাফল পান। এর মধ্যে পাঁচটি পজিটিভ আসে। আক্রান্ত পাঁচজনের মধ্যে চাঁদপুর মডেল থানার তিনজন পুলিশ রয়েছেন।বাকি দুজনের একজন সদর হাসপাতালের চিকিৎসককে সহায়তাকারী এবং অপরজন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, মডেল থানার আক্রান্ত তিনজনের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং দুজন কনস্টেবল। এ কারণে মডেল থানা লকডাউন করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আক্রান্ত পুলিশদের নিজ নিজ ঘরে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়