News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ৯ মে ২০২০

স্বাস্থ্যবিধি মেনে খুলবে আড়ং

স্বাস্থ্যবিধি মেনে খুলবে আড়ং

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই আগামী ১০ মে থেকে সীমিত আকারে খুলবে ‘আড়ং’। তবে দেশে ছড়িয়ে থাকা ২১টি আউটলেটের মধ্যে ১৭টি খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম। 

আড়ং সূত্রে জানা গেছে, আড়ংয়ের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় ৬৫ হাজার লোক। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকার লোক কাজ করছে আড়ংয়ের হয়ে।  

এদিক গত বৈশাখ কেন্দ্রিক বেচাকেনা বন্ধ ছিল আড়ংয়ে। ওই পণ্যগুলো স্টক রয়েছে। আবার আসন্ন ঈদের পণ্য আমাদের হাতে রয়েছে। এখন আড়ং চাচ্ছে এসব পণ্য ঈদের আগে কিছুটা হলেও বিক্রি করে তাদের সাপোর্ট দিতে। তা না হলে আগামীতে আমাদের উৎপাদনকারীদের সাপোর্ট দেয়া কঠিন হয়ে পড়বে।

 

নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়