ঈদের আগে নিউমার্কেটও খুলেছে না
ঈদ সামনে রেখে বিভিন্ন মহলের তদবিরে সরকার আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছে। এই পরিসরে খোলার তালিকায় অনেক শপিংমলের নাম শোনা গেলেও করোনা সংক্রমণ রোধে না খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর নিউমার্কেট।
বুধবার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে। মিটিংয়ে ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কয়েকটি কারণে দোকান খোলার সিদ্ধান্ত নেয়নি সমিতি।
এর মধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। পরিবহন না খুললে দূর থেকে ক্রেতারা নিউমার্কেট যাতায়াত করতে পারবেন না। এতে বেচাকেনা হবে কম। তবে খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রাখছে সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি বাড়তে থাকে তবে দোকান মোটেই খোলা হবে না।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন জানান, পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে দুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রামণ বাড়তে থাকলে দোকান খুলে কি করবো।
নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি