নীলফামারীতে ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৬ জনের করোনা শনাক্ত
নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তা ও এক শিশুসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ৩২ জন করোনা রোগী শনাক্ত হলো।
নতুন করে করোনা শনাক্তরা হলেন- ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার দুই কর্মকর্তা, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইসলামী ব্যাংকের আরেক কর্মকর্তার স্ত্রী, শিশু সন্তান ও শ্যালিকা এবং জেলার ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
নিউজবাংলাদেশ.কম/এএস