News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৩, ৫ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ৭ মে ২০২০

সিলেটে মেছো বাঘের শাবক আটক

সিলেটে মেছো বাঘের শাবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে একটি মেছো বাঘের শাবক আটক করেছে এলাকাবাসী।
উপজলোর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকার গুচ্ছগ্রামের আতাউর মিয়ার কলোনি থেকে আতাউরের ছেলে মাসুম ও ভাই শামিম মেছো বাঘটি আটক করে।
ধারণা করা হচ্ছে, ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে এ মেছো বাঘের শাবকটি বংলাদেশে প্রবেশ করে।
সোমবার সকাল ৮টা থেকে বাঘটি তাড়া করে বিকালে এটিকে আটক করে খাঁচায় বন্দি করে ভোলাগঞ্জ গ্রামের আতাউরের বাড়িতে রাখা হয়।
আতাউর মিয়া বলেন, “মেছো বাঘটি আটক করে আমার বাড়িতে আটক করে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বনবিভাগকে জানানো হলে তারা জানিয়েছেন, মঙ্গলবার তারা এসে এটি নিয়ে যাবেন।”
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, “মেছো বাঘ শাবকটি আটকের খবর পেয়েছি। বনবিভাগের সঙ্গে কথা হয়েছে, তারা এসে এটি নিয়ে যাবেন।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়