বাড়ি ভাড়া মওকুফের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
করোনা পরিস্থিতিতে সরকারিভাবে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
সোমবার (৪ মে) সকালে তিনি এ স্মারকলিপি প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে আবদুল হামিদ স্মারকলিপিটি গ্রহণ করেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি বলেন, নতুন প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি পৌঁছলে, তিনি নিরন্ন মানুষের পেটে ভাত দেওয়ার পাশাপাশি সরকারিভাবে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া সমস্যায় জর্জরিত কোটি মানুষের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি জানান, আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি যে জাতির এই ক্রান্তিকালে সারাবিশ্বের মত বাংলাদেশও যখন স্থবির তখন সহজ পন্থা হলো বাড়িওয়ালাদের ইউটিলিটি বিল মওকুফ করে ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি করা।
নিউজবাংলাদেশ.কম/ডি