একদিনেই করোনায় আক্রান্ত ১১৩ পুলিশ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন পুলিশ সদস্য। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
রোববার পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন।
সর্বশেষ গত শনিবার সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস