খুলনায় নারায়ণগঞ্জফেরত ২ গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত
খুলনার দাকোপ উপজেলায় নারায়ণগঞ্জফেরত দুই গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনার মধ্যে দুটি করোনা পজিটিভ আসে। ওই দুজন গার্মেন্টকর্মী। তাদের বাড়ি উপজেলার খাটাইল গ্রামে। তারা নারায়াণগঞ্জে চাকরি করতেন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, করোনা আক্রান্ত ওই দুই গার্মেন্টকর্মী একে ওপরের প্রতিবেশী। এক সপ্তাহ আগে দুজন নারায়ণগঞ্জ থেকে গ্রামে ফেরেন।
দুই গার্মেন্টকর্মী নিজ গ্রামে ফিরলে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছিল। গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হতে পারে বলে জানান ডা. মোজাম্মেল হক।
নিউজবাংলাদেশ.কম/ডি