News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৭, ৩ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ৫ মে ২০২০

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করছে পুলিশ।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ফিরোজ। তিনি চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, শনিবার রাত আড়াইটার দিকে গোপন খবর পেয়ে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরোজের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়