News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ২ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ৫ মে ২০২০

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৩১৮

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৩১৮

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন কারণে ভারত যাওয়া বাংলাদেশী যাত্রীদের দেশে ফেরত আনা হচ্ছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে ভারতে আটকে পড়া বাংলাদেশীদের ফেরত আনার দ্বিতীয় পর্যায়ে আজ (২ মে ) দিল্লী হয়ে বাংলাদেশ বিমান যোগে ১৫১ জন এবং চেন্নাই হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে ১৬৭ জন যাত্রী দেশে ফিরেছেন।

দিল্লী থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ভারতে চিকিৎসার জন্য আসা উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন। এছাড়া দিল্লী ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এই ফ্লাইটে দেশে এসেছেন । দিল্লী থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

চেন্নাই থেকে ফেরা যাত্রীদের অধিকাংশই রোগী ও তাদের সঙ্গে শুশ্রূষাকারী হিসেবে যাওয়া পরিবারের সদস্য । আগামী তিনদিনে মুম্বাই, কলকাতা ও দিল্লী থেকে বাংলাদেশ বিমান যোগে আরও প্রায় চারশত বাংলাদেশী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নয়া দিল্লীর বাংলাদেশ হাই কমিশন আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানোর জন্য ভারত সরকারের সকল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। যারা এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাদেরকে আকাশ ও স্থলপথে দেশে ফেরানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় দুদেশ একসাথে কাজ করছে । ভারত থেকে পাঠানো বিভিন্ন চিকিৎসা সামগ্রী উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ বাংলাদেশ বিমানের সৌজন্যে দেশে আনা হয়েছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করছেন। তারা ভারতে লকডাউনের আংশিক শিথিলতার সুযোগে দেশে ফেরানোর প্রতিশ্রুতির বিনিময়ে সুবিধা লাভের চেষ্টা করছেন। কিন্তু হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারের অনুমোদন গ্রহণ ছাড়া আন্তঃরাজ্য ভ্রমণে পথিমধ্যে আইনগত সমস্যার সম্মূখীন হতে পারেন।

উল্লেখ্য, প্রত্যাবর্তন সংক্রান্ত সকল তথ্যাদি হাই কমিশনের ওয়েব সাইট ও ফেসবুক পেজ-এ নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে। স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে অনুমতির জন্য পালনীয় নিয়মাবলী ইতিমধ্যে জানানো হয়েছে। হেল্পলাইনসমূহ ও চালু রয়েছে। তাই সকলকে হালনাগাদ তথ্যের জন্য হাই কমিশন প্রদত্ত বিজ্ঞপ্তিসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়