News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ২ মে ২০২০
আপডেট: ১২:১৪, ২ মে ২০২০

চট্টগ্রাম থেকে কৃষিপণ্য নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকায়

চট্টগ্রাম থেকে কৃষিপণ্য নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকায়

চট্টগ্রাম রেলস্টেশন থেকে কৃষিপণ্য ও কাঁচামাল নিয়ে ঢাকায় গেছে প্রথম পার্সেল ট্রেন। সীতাকুণ্ড ও ফেনী থেকে কৃষিপণ্য তুলে নেয়া হয় ট্রেনটিতে। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে বিকেল ৪টায় ঢাকায় পৌঁছে ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল এক্সপ্রেস ট্রেনটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রুটে সপ্তাহে সাত দিন এ পার্সেল ট্রেন চলবে। আর যশোর-ঢাকা রুটে চলবে সপ্তাহে তিনদিন।

চট্টগ্রাম থেকে পার্সেল নিয়ে প্রথম ট্রেনটি ঢাকায় এলো। ট্রেনটিতে ফার্নিচার, জুতা ও বিভিন্ন মালামালের পাশাপাশি কৃষিপণ্য ও কাঁচামাল রয়েছে বলে জানান তিনি।বাসস

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়