কেজিতে ১০০ গ্রাম কম, মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা
প্রতি কেজি পেঁয়াজ-আদায় একশ গ্রাম কম দিচ্ছে মিনা বাজার। এ ধরনের অপরাধে মিনা বাজারকে অর্থ জরিমানা করা হয়েছে।
শনিবার ঢাকার বনশ্রীতে অভিযান চালিয়ে এমন প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
এই অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল এ অভিযানের নেতৃত্ব দেন।
আবদুল জব্বার মন্ডল জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বনশ্রীর বাজারে অভিযান চালিয়েছি। এসময় পেঁয়াজ ও আদায় ওজনে কম দেবার অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও বলেন, ১১৫০ টাকার ১ কেজি ২০০ গ্রামের ইলিশ মাছে ১০০ গ্রাম কম দেয়া এবং পচা শাকসবজি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ অপরাধে আরেকটি সুপারশপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে একটি জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা দেন।