News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৮, ২ মে ২০২০
আপডেট: ১২:৫০, ১ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধায় ট্রাক চাপায় পথচারী নিহত

গাইবান্ধায় ট্রাক চাপায় পথচারী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় শাহারুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলা সদরের ড্রীমল্যান্ড নামক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারুল ইসলাম উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামের আজিজার রহমান সর্দারের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে পলাশবাড়ীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এসময় বগুড়াগামী একটি ট্রাক ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী শাহারুল মারা যান।
তিনি আর জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও পলাশবাড়ী থানা পুলিশ ট্রাকের নিচ থেকে লাশ ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে। তবে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়