ন্যাম ভবনে থাকা উত্তরবঙ্গের এক সাংসদ করোনা আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার সংসদ সদস্য যুক্ত হলেন। দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
ওই সংসদ সদস্য নিজেই বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, বলা হয়েছে তার করোনা পজেটিভ। কিন্তু এখনও রিপোর্ট হাতে পাননি। তিনি তেমন একটা অসুস্থও বোধ করছেন না। তাকে আপাতত ন্যাম ভবনেই থাকতে বলা হয়েছে।
তিনি গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর তিনি ন্যাম ভবনের বাসায় ওঠেন। ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এলাকা থেকে ঢাকা আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
নিউজবাংলাদেশ.কম/এএস