News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৪, ৩ মে ২০২০

সাড়ে তিন কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

সাড়ে তিন কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট কমাতে দেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়ে সরকার।

বৃহস্পতিবার তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন। বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ৩ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭২ জন।

৬৪ জেলায় এ পর্যন্ত নগদ ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসাবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজার এবং উপকারভোগী মানুষের সংখ্যা দুই কোটি ২৮ লাখ ৮০ হাজার জন।

শিশু খাদ্য সহায়ক হিসাবে বরাদ্দ ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা দুই লাখ ৫০ হাজার এবং লোকের সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ২২৮ জন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়