News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৪, ৩ মে ২০২০

নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্যের করোনা কিট: জাফরুল্লাহ

নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্যের করোনা কিট: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক জি আর কোভিড-১৯ ডট ব্লট (GR Covid-19 Dot Blot) এর চূড়ান্ত অনুমোদনের জন্য নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ।

ওষুধ প্রশাসন থেকে বৃহস্পতিবার দুপুরে এক চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে এ অনুমতি দেয়া হয়।

গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যে কোনো একটিতে পরীক্ষা করার কথা বলা হয়েছে। তবে আমরা বিএসএমএমইউতে এ কিট পরীক্ষা করব।

বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে অধিদপ্তর ইতোমধ্যে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, হয়তো আগামী শনি-রোববার বসে ওনাদের (বিএসএমএমইউ কর্তৃপক্ষ) চাহিদা অনুযায়ী এটা করা হবে। এটা এখন নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওপর। বিএসএমএমইউ এটা করবে। এই ট্রায়ালের সময় আমরা থাকবো না। তারা ইনডিপেনডেন্টলি করবে।

এর আগে গত ২৫ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, আমরা আশা করছি সরকার এ কিট যাচাই-বাছাই করে খুব দ্রুত অনুমোদন দেবে এবং অনুমোদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে উৎপাদন শুরু করবো। পর্যায়ক্রমে এক লাখ কিট দেওয়া সম্ভব হবে।

তবে এদিন ওষুধ প্রশাসন থেকে কেউ কিট গ্রহণ করতে যায়নি। পরের দিন ২৬ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ প্রশাসনে কিট নিয়ে গেলে তারাও তা গ্রহণ করেনি। ফলে ফিরে আসতে হয় গণস্বাস্থ্যের প্রতিনিধিকে। ওই দিন বিকেলেই সংবাদ সম্মেলন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়