News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৯, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৩, ৩ মে ২০২০

কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে শ্রমিকদের বিক্ষোভ

কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে কারখানাটির সামনের সড়কে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে সাভারের আশুলিয়ার জামগড়া-তেঁতুলতলা সড়ক বন্ধ করে আন্দোলন করছে ভাটিকান নিটওয়্যার কারখানার প্রায় ৩০০ শ্রমিক।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে ভাটিকান নিটওয়্যার কারখানায় নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ২০ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা বন্ধ ও খোলার কোনো ধরনের তথ্য না পেয়ে শ্রমিকরা কারখানার প্রডাকশন ম্যানেজার ফয়েজের সঙ্গে যোগাযোগ করেন। ফয়েজ শ্রমিকদের মৌখিকভাবে কারখানা বন্ধের বিষয়টি জানান এবং তাদের অন্য কোথাও কাজ খুঁজে নেওয়ার জন্য বলেন বলে অভিযোগ শ্রমিকদের।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়