করোনা: টাঙ্গাইল সদরে চিকিৎসক আক্রান্ত , ৬ বাড়ি লকডাউন
টাঙ্গাইলে একজন চিকিৎক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকেন। বাড়ী ঘাটাইল উপজেলায়।
আক্রান্ত চিকিৎসক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত । তার স্ত্রীও একজন চিকিৎসক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে আক্রান্তের বাড়িসহ আশে পাশের ৬টি বাড়ী লকডাউন করে উপজেলা প্রশাসন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে একজন পজিটিভ পাওয়া যায়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামাপদ রায় গণমাধ্যমকে জানান, বুধবার মাথা ব্যাথা, শরীর ব্যাথা সহ শরীর অসুস্থ্য হলে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। আজ সকালে রির্পোট আসে তিনি করোনা পজেটিভ। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম বলেন, সংক্রমন এড়াতে আশেপাশের ৬টি বাড়ী লক ডাউন করা হয়েছে।আগামী ১৪ দিন বাড়ী গুলো লক ডাউনের আওতায় থাকবে।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ