আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী ফাহিমা আক্তার (৭) ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ড পূর্ব একলাশপুর গ্রামের তোরাব আলী দারোগা বাড়ির আবদুল মতিনের মেয়ে। সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই শিশুর পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে আম কুড়াতে গিয়ে ওই ছাত্রী বজ্রঘাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/ডি