News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২০, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৩ মে ২০২০

ঘরে চিকিৎসা নিয়ে ছেলেসহ করোনা জয় করলেন সাংবাদিক ইকবাল

ঘরে চিকিৎসা নিয়ে ছেলেসহ করোনা জয় করলেন সাংবাদিক ইকবাল

গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়ে ছেলেসহ এক সাংবাদিক প্রাণঘাতী করোনা জয় করেছেন।
তারা হলেন- ইকবাল আহমদ সরকার ও তার ছেলে আবদুল্লাহ আল রাফি। ইকবাল বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর সাংবাদিক।
ইকবাল আহমদ সরকার জানান, একমাত্র ছেলে আবদুল্লাহ আল রাফিসহ তার নমুনা দ্বিতীয়বার গত সোমবার ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে ওই নমুনায় করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ এসেছে।
জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের ৭১ টিভির সাংবাদিক ইকবাল আহমদ সরকারের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ১৪ এপ্রিল তা করোনা পজিটিভ শনাক্ত হয়।
পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পর দিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ সময় তার কলেজছাত্র ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে।
১৪ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার আবার তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার সবার নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, “সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত।”
গাজীপুরে মঙ্গলবার পর্যন্ত ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়