হাসপাতালের ওষুধ ফার্মেসিতে বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দু’টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ হাসপাতালের চোরাই ওষুধ এবং অনিবন্ধিত ভারতীয় ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান।
কামরুল হাসান জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগীর ওষুধ চুরি করে ফার্মেসিতে বিক্রি করে দেয় একটি চক্র। বুধবারের অভিযানে মেডিক্যাল এলাকার দু’টি ফার্মেসি থেকে প্রায় লাখ টাকার চোরাই ওষুধ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, চোরাই ওষুধ ছাড়াও দুটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত ভারতীয় ভ্যাক্সিন, ক্যাপসুল ও প্রসাধনী জব্দ করা হয়। দ্বিগুণ দামে ওষুধ বিক্রি এবং ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দুই ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, ড্রাগ অ্যাক্ট- ১৯৪০ এর বিধি অনুযায়ী চমেক হাসপাতাল এলাকার সায়ান মেডিকোকে ২ লাখ এবং জয়নব ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি