News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২০, ২ মে ২০২০

রাজধানীতে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীতে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ৩

ফাইল ফটো

রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এসি বিস্ফোরণে মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সেলুন মালিক আবুল কালাম (৪০), রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক জানান, পল্টন থানার বিপরীত পাশে ইসলাম টাওয়ার গলির ‘স্টাইল জোন’ নামে সেলুনের মালিক কালাম। রাতে দোকানের সাটার বন্ধ করে ভিতরে রাসেল নামের এক যুবকের চুল কাটছিলেন। তখন দোকানের এসি বিকট শব্দ করে বিস্ফিরণ হয়। এ সময় দোকানের সাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। তখন তারা দুজনসহ পথচারী শাহ আলম দগ্ধ ও আহত হয়।
এসআই আরো জানান, খবর পেয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের ৩ জনের অবস্থায়ই আশঙ্কাজনক।
এসআই আশরাফুল জানান, করোনা ভাইরাসের কারণে সারাদিন দোকান বন্ধ ছিল। রাতে গোপনে সেলুনের সাটার বন্ধ করে কাজ করছিল। এসময় এসি বিস্ফোরণ হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়