News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ২৯ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৯, ২ মে ২০২০

সিনিয়র সাংবাদিক মহিতুল ইসলাম আর নেই

সিনিয়র সাংবাদিক মহিতুল ইসলাম আর নেই

সিনিয়র সাংবাদিক খোন্দকার মহিতুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার দুপুর বেলা বারোটার পর ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৬ এপ্রিল তিনি মস্তিস্কের জটিলতা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাসস, বাংলাদেশ অবজারভার, বাংলার বাণী, জনতাসহ অনেক পত্রিকায় কাজ করেন।

কয়েকবছর আগে তিনি বাসস থেকে অবসরে যান।

তার স্ত্রী জানান, আজ বাদ আছর নিকুন্জ ১ আবাসিক জামে মসজিদে নামাজে জানাজা ও পরে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হবে।

মহিতুল ইসলাম সাংবাদিক সংগঠন ডিআরইউ’র সিনিয়র সদস্য ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়