বেসরকারি ৩ হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমোদন
রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এই তিনটি হাসপাতাল হলো– এভার কেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার ও ইউনাইটেড হাসপাতাল।
বুধবার (২৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এই হাসপাতালগুলো কেবলমাত্র তাদের হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবে। আমরা এখনও তাদের বহির্বিভাগের রোগী পরীক্ষার করার জন্য অনুমতি দেইনি। কারণ, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে।’
তিনি বলেন, ‘এসব হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরীক্ষার অনুমতি দিয়ে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ফিতেই রোগীদের পরীক্ষা করতে হবে।’
আরও যদি কোনও বেসরকারি হাসপাতাল আমাদের কাছে অনুমোদন চায়, তবে সেগুলো আমরা অবশ্যই বিবেচনায় রাখবো মন্তব্য করে তিনি বলেন, ‘যদি ঢাকার বাইরের হাসপাতালগুলোও এ পরীক্ষা করতে সমর্থ হয়, তবে আমাদের টিম গিয়ে তাদের ল্যাবরেটরি পরীক্ষা ও যাচাই-বাছাই করবে। তারপর আমরা অনুমোদন দেবো। এজন্য আমরা প্রস্তুত আছি।’
নিউজবাংলাদেশ.কম/ডি