গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের বাসা ভাড়া মওকুফের আবেদন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের আবেদন জানিয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এই আবেদনপত্রে বলা হয়েছে, “যেসব শিক্ষার্থী টিউশন করিয়ে বাসা ভাড়া দিতেন, লক ডাউনে তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। একই কারণে অনেক পরিবারেরও উপার্জনও বন্ধ রয়েছে। এ অবস্থায় সেসব শিক্ষার্থী বাসা বা মেস ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে বাড়ির মালিকদের মানবিক দৃষ্টি দিতে অনুরোধ করা হল।”
চিঠিটা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর রাজিউর রহমান।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও গত ২৫ মার্চ থেকে প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। গোপালগঞ্জসহ অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি