News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৬, ২৯ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ১ মে ২০২০

জাপান থেকে দেশে ফিরলো ৫১ বাংলাদেশি

জাপান থেকে দেশে ফিরলো ৫১ বাংলাদেশি

ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
এই বাংলাদেশিদের বহনকারী একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া কিছু জাপানি নাগরিককে সোমবার বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে আবার জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।
তৌহিদ আরও জানান, দেশে ফিরে আসা বাংলাদেশিদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়