সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নেতা হুমায়ুন কবীর খোকন মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে নাগাদরাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দৈনিক সময়ের আলোর সহকারী সম্পাদক আলমগীর রেজা চৌধুরী জানান, পাঁচদিন আগে প্রচণ্ড দাঁত ব্যথার জন্য অফিস থেকে ছুটি নেন হুমায়ুন কবীর খোকন। এর পর তার জ্বর দেখা দেয়। বেড়ে যায় শ্বাসকষ্ট। তার আগে থেকেই অ্যাজমা ছিল বলে জানান আলমগীর রেজা।
সাংবাদিকদের অফর একটি সূত্র জানিয়েছে, খোকন করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিকিৎসকদের সন্দেহ। তবে, মৃত্যুর আগে তার কোভিড ১৯ টেস্ট করা হয়নি।
হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলো’র সিটি এডিটর ও চিফ হিসাবে কর্মরত ছিলেন। তিনি এর আগে দৈনিক মানবজমিন, দৈনিক আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন। আমাদের সময়ে হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন তিনি।
এছাড়াও তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা (সিজেএফডি)’র সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন।
হুমায়ুন কবির খোকনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ