খুলনায় ফাঁকা সড়কে পিকআপ-নছিমন সংঘর্ষে চালক নিহত
খুলনার ডুমুরিয়ায় ফাঁকা সড়কে পিকআপ-নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন এক চালক।
সোমবার রাতে উপজেলার চুকনগরের মালতিয়া নামক এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাজেদ মোড়ল (৬০)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদিপুর গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে। তিনি নছিমনচালক ছিলেন।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, “রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তালা থেকে একটি পিকআপ আসছিল খুলনার দিকে, আর একটি নছিমনটি তালার দিকে যাচ্ছিল। মালতিয়া নামক স্থানে এই দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে নছিমনচালক মাজেদ মোড়ল ঘটনাস্থলে মারা যান।”
পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করেছে। তবে পিকআপচালক পালিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ