News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৭, ৩০ এপ্রিল ২০২০

বেনাপোলে আরও এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

বেনাপোলে আরও এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

যশোরের বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে হোম কোয়ারেন্টাইনের দায়িত্বে থাকা আরো এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসেস আক্রান্ত হয়েছেন।
তার নাম  হাসান । তিনি  বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দায়িত্বে ছিলেন। 
হাসান বেনাপোল ছোটআচরা গ্রামের বাসিন্দা। 
হাসানসহ বেনাপোলে এ পর্যন্ত তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
নাম প্রকাশ না করার শর্তে তার এক সহকর্মী জানান, শনিবার টেস্টে হাসানের দেহে  করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে নাভারণ স্বাস্থ্য কেন্দ্রে বার বার ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি কেউ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়