News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৭, ৩০ এপ্রিল ২০২০

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৯৭, আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৯৭, আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে আরও সাত জন।
সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২। আক্রান্ত পাঁচ হাজার ৯১৩ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়