News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ২৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ২৬ এপ্রিল ২০২০

৫০৩ জনের দেহে করোনা শনাক্ত, আরো ৪ জনের মৃত্যু

৫০৩ জনের দেহে করোনা শনাক্ত, আরো ৪ জনের মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ এর বাংলাদেশে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে ৪ জন।
দেশে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। সর্বমোট আক্রান্ত চার হাজার ৬৮৯ জন।
কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও একদিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ মোট ১১২ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও চার জন।
ডা. নাসিমা আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই পুরুষ। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়