News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৫, ২১ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৫ এপ্রিল ২০২০

করোনায় টাঙ্গাইলে প্রথম মৃত্যু

করোনায় টাঙ্গাইলে প্রথম মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রথম সনাক্ত হওয়া করোনা রোগী মহিউদ্দিন (২৪) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী পশ্চিমপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। 

মহি উদ্দিনের বড় ভাই আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান গণমাধ্যমকে জানান, মহিউদ্দিন দীর্ঘদিন থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এর আগে গত ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সে ঢাকার কিডনী ডিজিজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করেন। একই সাথে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়ীতে চলে আসে । 

তিনি আরোও বলেন, পরে ৮ এপ্রিল তার করোনা পজেটিভ ধরা পড়ে। বিষয়টি সে জানার পর থেকে যোগাযোগের জন্য আইইডিসিআরের নিকট দেয়া ফোন নাম্বারটি বন্ধ করে দেয় এবং রোগের কথা গোপন করে গ্রামের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলীতে অবস্থান করে। 

পরে আইইডিসিআর দেয়া তথ্য মতে মোবাইল নম্বর টেকিং করে গত ১০ এপ্রিল রাতে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম তাকে তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে বিশেষ ব্যবস্থাপনায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়