ছুটি বাড়তে পারে ১ মে পর্যন্ত সাধারণ
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী পহেলা মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কমিটি।
করোনা মোকাবেলার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্ত লিখিতভাবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনা সংক্রান্ত ফোকাল পার্সন হাবিবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ছুটি বাড়ানো হচ্ছে কি না জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার বলেন, ‘অবশ্যই! এখনও অফিস খুলে দেওয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি বর্ধিত বিষয়ে এখনও কোনো নির্দশনা আসেনি। আগামী (বুধবার) হয়তো নির্দশনা আসতে পারে।’
প্রতিমন্ত্রী জানান, এবার বর্ধিত ছুটি ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে তিন দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি