তুরস্ক থেকে ফিরলেন ২০ বাংলাদেশি, ফিরে গেলেন ১৫৪ তার্কিশ
একটি চার্টার্ড ফ্লাইটে করে মঙ্গলবার ২০ বাংলাদেশিকে তুরস্ক থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ সিভিল এভিয়েশন সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, ১৫৪ তুর্কি নাগরিক দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে গেছে।
তুর্কি এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট তুরস্কের নাগরিকদের বহন করে বিমানবন্দর থেকে ছেড়ে গেছে বলে সূত্রটি জানিয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের অন্য দেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদেরকেও ফিরিয়ে আনছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/এএস