চাল আত্মসাৎ: পেড়লীর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সরকারি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জার্জিদ মোল্যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
মঙ্গলবার দুদকের পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছে।
প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি পেড়লী ইউরিয়ন পরিষদের চেয়ারম্যান জার্জিদ মোল্যা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দুস্থ মহিলাদের জন্য ভিজিডির এপ্রিল মাসের সরকার কর্তৃক প্রদত্ত ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আত্মসাৎ করে। ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস