খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নূরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
মৃত নূরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
মৃতের স্বজনরা জানান, সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নূরুজ্জামান একটি মোবাইল কোম্পানিতে চাকরির পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ