রাজারবাগে কোয়ারেনটাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কোয়ারেনটাইনে থাকা এক পুলিশ সদস্য মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পুলিশ লাইন্সের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।
সোমবার ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাশি থাকায় কয়েকদিন আগে কোয়ারেনটাইনে নেওয়া হয় ওই কনস্টেবলকে। তবে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
মৃত পুলিশ কনস্টেবলের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।
নিউজবাংলাদেশ.কম/এফএ