News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৭, ২১ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ২৪ এপ্রিল ২০২০

কুষ্টিয়ায় পিকআপচাপায় ডিসির দেহরক্ষী নিহত

কুষ্টিয়ায় পিকআপচাপায় ডিসির দেহরক্ষী নিহত

কুষ্টিয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেলে থাকা জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে শহরের কানাবিল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইব্রাহিম খলিল (৩৫)। তিনি মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। ইব্রাহিম কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেনের দেহরক্ষী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসংলগ্ন কানাবিল মোড়ে একটি পিকআপভ্যান ওই মোটরসাইকেল চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম হোসেন ছিটকে পড়েন এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বাদএশা কুষ্টিয়া পুলিশলাইনস মাঠে মরহুমের অনুষ্ঠিত জানাজা হয়। পরে নিহতের মরদেহ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের বাড়িতে নেয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, ঘাতক চালক ও পিকআপটিকে আটকের চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়