গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নাদিম মোল্লা (২২) নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
নাদিম উপজেলার বান্ধাবাড়ী গ্রামের ইলিয়াছ মোল্লার ছেলে।
বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, “শুনেছি নাদিম মোল্লা কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য “মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ