না'গঞ্জে মামলা তোলার হুমকি দেয়ায় গণপিটুনিতে আসামি নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর বাড়ি গিয়ে হুমকি দিতে গিয়ে ভিপি রাজিব নামে এক আসামি গণপিটুনির শিকার হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে গত সোমবার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজিব ফতুল্লার পাগলা বৌবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন গণমাধ্যমকে জানান, পাগলা জাউল্লাপাড়া এলাকায় কাউছার নামে এক ব্যাক্তিকে ২০১৬ সালে মারধর করে রাজিব ও তার সহযোগীরা। সেই মামলা তুলে নিতে কয়েকদিন ধরেই কাউছারকে হুমকি দিয়ে যাচ্ছিল রাজিব। সোমবার বিকালে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে রাজির জাউল্লাপাড়া এলাকায় কাউছারের বাড়ি যায়।
সেখানে গিয়ে মামলা তুলে নিতে কাউছারকে চাপ সৃস্টি করে রাজিব। এসময় কাউছারের লোকজন রাজিব ও তার সহযোগীদের ধাওয়া করে। তখন সহযোগীরা পালিয়ে গেলেও কাউছারকে ধরে গণপিটুনি দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরে বিভিন্নস্থানে জখম করে।
পরে স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে মেডিকেল থেকে জানানো হয় রাজিব মারা গেছে।
ওসি আরও জানান, এবিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, রাজিবের বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে এলাকায় দুর্ধষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীও রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ