News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ২০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:৩৭, ২১ এপ্রিল ২০২০

করোনায় আক্রান্ত এক, সোনালী ব্যাংকের করপোরেট শাখা বন্ধ

করোনায় আক্রান্ত এক, সোনালী ব্যাংকের করপোরেট শাখা বন্ধ

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের ওই ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

এমডি জানান, ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হ‌য়।

আরও বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার স‌ঙ্গে আ‌রও চার কর্মী ছিল।

তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা‌টি বন্ধ। ওই বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে ব‌লে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়